দেশের সার্বিক উন্নয়ণের লক্ষ্যে বিদ্যুৎ সরবরাহের অবকাঠামো সৃষ্টির মাধ্যমে কৃষি উন্নয়ন, গ্রামীণ শিল্পায়ন, বেকার সমস্যার সমাধান ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে “লাভ নয়, লোকসান নয়” এবং “গ্রাহকগণই প্রকৃত মালিক” ধারণার ভিত্তিতে পল্লী বিদ্যুৎ সমিতি হিসেবে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ আত্মপ্রকাশ করে। দেশীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং প্রাপ্ত বৈদেশিক সহায়তাকে পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়ণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ১৯৭৭ সালের ৩১ অক্টোবর পল্লী বিদ্যুতায়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে এক অধ্যাদেশের মাধ্যমে পল্লী বিদ্যুতায়ন বোর্ড গঠিত হয় এবং পর্যায়ক্রমে দেশের সর্বত্র বিদ্যুতায়নের উদ্দেশ্যে কার্যক্রম শুরু করে। তন্মধ্যে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ রেজিষ্ট্রেশনপ্রাপ্ত হয় ও বাণিজ্যিকভাবে বিদ্যুৎ বিতরণ শুরু করে। এতদ অঞ্চলের কৃষি, শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্র প্রসারে ও জীবন যাত্রার মান উন্নয়ণ ও গণ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ ইতিবাচক ভূমিকা পালন করে চলছে। সমিতিকে আর্থিকভাবে স্বণির্ভর করার লক্ষ্যে নিয়মতান্ত্রিকভাবে বিদ্যুৎ সংযোগ গ্রহণ করা, সংযোগপ্রাপ্ত সকল সম্মানিত গ্রাহকগণের নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করা, ট্রান্সফরমার চুরি রোধে সহায়তা করা এবং সমিতির দৈনন্দিন কাজে সহযোগীতা করাসহ সম্ভাব্য সকল ক্ষেত্রে বিদ্যুতের যথাযথ ব্যবহারের মাধ্যমে সমিতির উত্তরোত্তর সমৃদ্ধিতে সংশ্লিষ্ট সকলের ভূমিকা রাখা জরুরী।
এক নজরে তথ্যাবলী (৩০/০৬/২০১৮ খ্রিঃ পর্যন্ত)
০১ | সমিতি নিবন্ধিকরণ তারিখ | ২২/০৯/২০১৬ খ্রিঃ | |||||||||
০২ | সমিতির এলাকা সংখ্যা | ০৪ টি | |||||||||
০৩ | সমিতির এলাকা পরিচালক ও মহিলা পরিচালকদের অনুমোদিত সংখ্যা | এলাকা পরিচালকঃ ০২ | |||||||||
মহিলা পরিচালকঃ ০৩ | |||||||||||
০৪ | আয়তন (বর্গ কিঃ মিঃ) | ১৭৮ | |||||||||
০৫ | অন্তর্ভূক্ত উপজেলা সমূহের সংখ্যা ও নাম | ০১ টি পূর্ণাঙ্গ (কেরাণীগঞ্জ, ঢাকা) ও ০২ টি আংশিক (সিরাজদিখান, মুন্সীগঞ্জ), (সিংগাইর, মানিকগঞ্জ)। | |||||||||
০৬ | অন্তর্ভূক্ত ইউনিয়নের সংখ্যা | ১৫ টি (১২ টি পূর্ণাঙ্গ এবং ০৩ টি আংশিক) | |||||||||
০৭ | অর্ন্তভুক্ত ইউনিয়ন সমূহ
| রুহিতপুর, বাস্তা, জিঞ্জিরা, আগানগর, শুভাঢ্যা, তেঘরিয়া, কোন্ডা, শাক্তা, কালিন্দি, হযরতপুর, তারানগর, কলাতিয়া, চান্দহর (আংশিক), বাসাইল (আংশিক), বালুচর (আংশিক)। | |||||||||
০৮ | বিদ্যুতায়িত ইউনিয়নের সংখ্যা | ১৫ টি | |||||||||
০৯ | অন্তর্ভূক্ত গ্রামের সংখ্যা ৪২৮ টি | 428 wU | |||||||||
১০ | বিদ্যুতায়িত গ্রামের সংখ্যা ৪২৮ টি | 428 wU | |||||||||
১১ | জোনাল অফিসের সংখ্যা ও নাম | ০৩ টি (হাসনাবাদ, কলাতিয়া, শুভাঢ্যা) | |||||||||
১২ | সাব-জোনাল অফিসের সংখ্যা ও নাম | ০১ টি (আব্দুল্লাহ্পুর) | |||||||||
১৩ | এরিয়া অফিসের সংখ্যা ও নাম | ০২ টি (তারানগর, রুহিতপুর) | |||||||||
১৪ | অভিযোগ কেন্দ্রের সংখ্যা ও নাম | ০৪টি (আগানগর, কোন্ডা, হযরতপুর ও কোনাখোলা) | |||||||||
১৫ | স্টেক্ড গ্রাহকের সংখ্যা | ২৭০৬১০ | |||||||||
১৬ | সংযোগকৃত গ্রাহকের সংখ্যা | ২৭০৬১০ | |||||||||
১৭ | শ্রেণী | গ্রাহক সংখ্যা | গ্রাহক সংখ্যা অনুযায়ী শতকরা হার | ব্যবহার অনুযায়ী শতকরা হার | রাজস্ব অনুযায়ী শতকরা হার | ||||||
আবাসিক | ২৪৪৫৪৪ | ৯০.২৪% | ৬১.৩৮% | ৪৮.১৭% | |||||||
বানিজ্যিক | ২০৬০৪ | ৭.৭১% | ৯.৭৪% | ১৫.৫৭% | |||||||
শিল্প | ২৭৯২ | ০.৯৩% | ২৭.৬৮% | ৩৩.৯% | |||||||
সেচ | ৪১২ | ০.১৬% | ০.০৯% | ০.২৩% | |||||||
অন্যান্য | ২২৫৮ | ০.৯৬% | ১.১১% | ২.১৩% | |||||||
সর্বমোট | ২৭০৬১০ | ১০০% | ১০০% | ১০০% | |||||||
১৮ | মোট লাইন (কিঃ মিঃ) | ২০৭০ | |||||||||
১৯ | উপকেন্দ্রের সংখ্যা, ক্ষমতা ও নাম | উপকেন্দ্রের নাম | ক্ষমতা (এমভিএ) | উপকেন্দ্রের নাম | ক্ষমতা (এমভিএ) | ||||||
১) জিঞ্জিরা | ৪০ | ৬) আগানগর | ৩০ | ||||||||
২) হাসনাবাদ | ৩০ | ৭) কলাতিয়া | ১৫ | ||||||||
৩) পানগাঁও | ১০ | ৮)আটিবাজার | ২০ | ||||||||
৪) বাঘৈর | ২০ | ৯) ঝিলমিল-১ | ২০ | ||||||||
৫) বিসিক | ২০ | ১০) কোনাখোলা | ২০ | ||||||||
১১)ঝিলমিল -২ | ২০ | ||||||||||
সর্বমোট-২৪৫ এমভিএ | |||||||||||
২০ | বিদ্যুতের ডিমান্ড মেঃ ওঃ | পিক-১২৫ | অফ পিক-৯৫ | ||||||||
২১ | বিদ্যুৎ ক্রয় (ইউনিট) | ৬৪,৩০,৭৯,৬১১ | |||||||||
২২ | বিদ্যুৎ ক্রয় (টাকা) | ২,৮০,৯২,৪৩,৬২৯ টাকা | |||||||||
২৩ | বিদ্যুৎ বিক্রয় (ইউনিট) | ৫৯,৪২,৭০,৮১৩ | |||||||||
২৪ | বিদ্যুৎ বিক্রয় (টাকা) | ৩,৮০,৯৭,৯২,১৫৬ টাকা | |||||||||
২৫ | সিষ্টেম লস % (জুন’১৮ পর্যন্ত) | ৭.৭৯ % | |||||||||
২৬ | বকেয়া মাস (জুন’১৮ পর্যন্ত) | ০.৯০ | |||||||||
২৭ | কর্মকর্তা/কর্মচারীর সংখ্যা | ১৪/২৭৩ জন | |||||||||
২৮ | সোলার চার্জিং ষ্টেশন | ০১ টি (২১ Kwp) |